মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৭৪
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৭৪। তাবেয়ী হাজ্জাজ ইবনে হাজ্জাজ আসলামী তাঁহার বাপ হইতে বর্ণনা করেন যে, একদা তাঁহার বাপ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্ ! কিসে আমার দুধপানের হক আদায় করা যায়? তিনি বলিলেনঃ একটি দাস অথবা একটি দাসী মুক্ত করা হইলে। —তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও দারেমী
وَعَنْ حَجَّاجِ بْنِ حَجَّاجٍ الْأَسْلَمِيِّ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا يُذْهِبُ عَنِّي مَذَمَّةَ الرِّضَاعِ؟ فَقَالَ: غُرَّةٌ: عَبْدٌ أَوْ أَمَةٌ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ

হাদীসের ব্যাখ্যা:

আরবরা ধাত্রী দ্বারা শিশুকে দুধপান ও পালন করাইত এবং তাহাকে যথোপযুক্ত পারিতোষিক দিত। শিশু বড় হইয়া তাহাকে অতিরিক্ত কিছু দান করাকে শরাফত বা ভদ্রতার চিহ্ন বলিয়া মনে করিত। এখানে ইহারই প্রশ্ন করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৭৪ | মুসলিম বাংলা