মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৭৬
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৭৬। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, গায়লান ইবনে সালামা সাকাফী মুসলমান হইল, আর জাহেলিয়াত যুগে তাহার দশ বিবি ছিল। তাহারা সকলেই তাহার সাথে মুসলমান হইয়া গেল। নবী করীম (ﷺ) বলিলেন, চারিটি রাখ এবং বাকী সকলকে পৃথক করিয়া দাও। – আহমদ, তিরমিযী ও ইবনে মাজাহ্
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ غيلَان بن سَلمَة الثَّقَفِيَّ أَسْلَمَ وَلَهُ عَشْرُ نِسْوَةٍ فِي الْجَاهِلِيَّةِ فَأَسْلَمْنَ مَعَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمْسِكْ أَرْبَعًا وَفَارِقْ سَائِرَهُنَّ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, চারিটার অধিক এক সাথে বিবাহ করা জায়েয নহে। এক বিবির মনস্তুষ্টির জন্য অন্য বিবাহ না করিলে সওয়াবের ভাগী হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান