মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৭১
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৭১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) কোন নারীকে তাহার ফুফুর সাথে বিবাহ করিতে নিষেধ করিয়াছেন, আর ফুফুকে তাহার ভাইঝির সাথে, কোন মেয়েকে তাহার খালার সাথে, আর খালাকে তাহার বোনের মেয়ের সাথে। এইরূপে ছোট ভগ্নীকে বড় ভগ্নীর সাথে এবং বড় ভগ্নীকে ছোট ভগ্নীর সাথে। —তিরমিযী, আবু দাউদ, দারেমী ও নাসায়ী। তবে নাসায়ীর বর্ণনা 'ভগ্নীর মেয়ে' পর্যন্ত।
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ تُنْكَحَ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا أَوِ الْعَمَّةُ عَلَى بِنْتِ أَخِيهَا وَالْمَرْأَةُ عَلَى خَالَتِهَا أَوِ الْخَالَةُ عَلَى بِنْتِ أُخْتِهَا لَا تُنْكَحُ الصُّغْرَى عَلَى الْكُبْرَى وَلَا الْكُبْرَى عَلَى الصُّغْرَى. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ والدارمي وَالنَّسَائِيّ وَرِوَايَته إِلَى قَوْله: بنت أُخْتهَا
