মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৭২
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৭২। হযরত বারা ইবনে আযেব (রাঃ) বলেন, একদা আমার মামু আবু বোরদা ইবনে নেয়ার আমার নিকট দিয়া যাইতেছিলেন, তখন তাঁহার হাতে ছিল একটি পতাকা। আমি বলিলাম, কোথায় যাইতেছেন? তিনি বলিলেন, আমাকে নবী করীম (ﷺ) এক ব্যক্তির নিকট তাহার মাথা কাটিয়া আনিতে পাঠাইয়াছেন, যে তাহার বাপের পত্নীকে বিবাহ করিয়াছে। —তিরমিযী ও আবু দাউদ।
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: مَرَّ بِي خَالِي أَبُو بردة بن دِينَار وَمَعَهُ لِوَاءٌ فَقُلْتُ: أَيْنَ تَذْهَبُ؟ قَالَ: بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةَ أَبِيهِ آتِيهِ بِرَأْسِهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

(১) হুযূর (ﷺ) যে তাহাকে পাঠাইয়াছেন, পতাকা ছিল ইহার নিদর্শন। (২) যে ব্যক্তি বাপের পত্নীকে বিবাহ করা হালাল মনে করে সে কাফের হইয়া যায়। সুতরাং তাহাকে হত্যা করা হালাল। সম্ভবত লোকটি ইহা হালাল মনে করিত বলিয়া হুযুর (ﷺ) জানিতে পারিয়াছিলেন। হালাল মনে না করিয়া হারাম জানিয়া করিলে কঠোর শাস্তির যোগ্য হইবে, মৃত্যুদণ্ডের যোগ্য হইবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৭২ | মুসলিম বাংলা