মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৬৮
৪. প্রথম অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৬৮। সেই বিবি আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার নিকট পৌঁছিলেন, তখন তাহার নিকট ছিল একটি পুরুষ। ইহা যেন হুযূর না-পছন্দ করিলেন। আয়েশা বলিলেন, ইনি আমার দুধ-ভাই। তখন তিনি বলিলেনঃ দেখ, তোমার ভাই কাহারা? ভাই হয় দুধের বয়সে ক্ষুধায় দুধ খাইলেই। —মোত্তাঃ
وَعَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا رَجُلٌ فَكَأَنَّهُ كَرِهَ ذَلِكَ فَقَالَت: إِنَّه أخي فَقَالَ: «انظرن من إخوانكن؟ فَإِنَّمَا الرضَاعَة من المجاعة»

হাদীসের ব্যাখ্যা:

‘ভাই হয় ক্ষুধায় দুধ খাইলেই'—অর্থাৎ, যখন ক্ষুধার একমাত্র খাদ্য থাকে দুধ, তখন খাইলেই ভাই হয়, পরে খাইলে নহে। সম্ভবত লোকটি অন্য কারণে পরেই খাইয়াছিল; আর আয়েশা মনে করিয়াছিলেন পরে খাইলেও ভাই হয়। তাই তাহার সাথে পর্দা রক্ষা করা আবশ্যক মনে করেন নাই। দুধপান ও দুধদানের বয়সের সীমা হইল ইমাম শাফেয়ী প্রমুখের মতে দুই আর ইমাম আবু হানীফার মতে আড়াই বৎসর বয়স পর্যন্ত। ইহার পর শিশুকে দুধ দান করা জায়েয নহে। সুতরাং ইহার পর পান করিলে দুধ-ভাইও হয় না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৬৮ | মুসলিম বাংলা