মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৪৫
৩. প্রথম অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৪৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন কোন নারী যেন তাহার ভগ্নীর তালাক না চায়, যাহাতে সে ভগ্নীর পেয়ালা খালি করে আর নিজের পেয়ালা ভর্তি করে। কেননা, তাহার উহাই ঘটিবে যাহা তাহার তকদীরে রহিয়াছে। —মোত্তা
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسْأَلِ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا لِتَسْتَفْرِغَ صَحْفَتَهَا وَلِتَنْكِحَ فَإِنَّ لَهَا مَا قُدِّرَ لَهَا»
হাদীসের ব্যাখ্যা:
‘ভগ্নীর তালাক'—অর্থাৎ, প্রস্তাবকের পূর্ব স্ত্রীর তালাকের শর্ত আরোপ না করে। এইরূপ শর্ত বাতেল ।
