মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৪৪
৩. প্রথম অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৪৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কোন ব্যক্তি যেন তাহার (মুসলমান) ভাইয়ের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়, যাবৎ না সে বিবাহ করে অথবা ছাড়িয়া যায়। মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَخْطُبُ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يَنْكِحَ أَو يتْرك»
হাদীসের ব্যাখ্যা:
ইমাম মালেক (রঃ) ইহার ব্যাখ্যায় বলেন, যখন উভয় পক্ষ রাযী হয় তখন অন্যের প্রস্তাব দেওয়া নিষেধ; অন্যথায় কেহ প্রস্তাব দিয়া পাত্রীকে আটক করিয়া রাখিতে পারে।
