মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৪৩
৩. প্রথম অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৪৩। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যেসকল শর্ত তোমাদের পূর্ণ করা উচিত, তন্মধ্যে সর্বোপযোগী শর্ত হইল যদ্দ্বারা তোমরা লজ্জাস্থানকে হালাল কর (অর্থাৎ, বিবাহের শর্ত)। — মোত্তাঃ
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَقُّ الشُّرُوطِ أَنْ تُوفُوا بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفروج»
হাদীসের ব্যাখ্যা:
বিবাহের মধ্যে প্রধান শর্ত হইল মহর। সুতরাং যথাসময় ও যথাযথভাবে উহা আদায় করা উচিত। মহর দিবে না— বিবাহের সময় এইরূপ সংকল্প থাকিলে বিবাহই হইবে না। এছাড়াও যেসকল শর্ত শরীঅতবিরোধী নহে তাহাও পূর্ণ করা আবশ্যক।
