মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৪২
৩. প্রথম অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৪২। সেই হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসে বিবাহ করিয়াছেন এবং শাওয়াল মাসেই আমাকে তাঁহার ঘরে নিয়াছেন। তথাপিও আমা অপেক্ষা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী তাহার নিকট অধিক আদরণীয়া ছিলেন কি? – মুসলিম
وَعَنْهَا قَالَتْ: تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَوَّالٍ وَبَنَى بِي فِي شَوَّالٍ فَأَيُّ نِسَاءِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي؟ . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

জাহেলিয়া যুগের লোকেরা শাওয়াল মাসকে মনহুস বা অশুভ মনে করিত। এ হাদীস দ্বারা আয়েশা ইহার প্রতিবাদ করিলেন। ইহাতে বুঝা গেল, কোন মাস বা দিনকে মনহুস ভাবা ঠিক নহে। বিস্তারিত বিবরণ পরে এক অধ্যায়ে আসিবে। হাদীসটিকে সেই অধ্যায়েই আনা উচিত ছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান