মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৪১
৩. প্রথম অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৪১। হযরত আয়েশা (রাঃ) বলেন, এক স্ত্রীলোককে তাহার আনসারী স্বামীর গৃহে পাঠান হইলে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (স্ত্রী পক্ষকে) বলিলেনঃ তোমাদের সাথে কি আমোদ-প্রমোদের কিছু নাই? আনসারদের তো আমোদ-প্রমোদ ভাল লাগে। —বোখারী।
وَعَن عَائِشَة رَضِي الله عَنهُ قَالَتْ: زُفَّتِ امْرَأَةٌ إِلَى رَجُلٍ مِنَ الْأَنْصَارِ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا كَانَ مَعَكُمْ لَهْوٌ؟ فَإِنَّ الْأَنْصَارَ يُعْجِبُهُمُ اللَّهْو» . رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান