মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৪৬
৩. প্রথম অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৪৬। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 'শেগারাকে নিষেধ করিয়াছেন; আর 'শেগার' হইল এক ব্যক্তি তাহার কন্যাকে অপর ব্যক্তির নিকট এই শর্তে বিবাহ দিবে যে, অপর ব্যক্তি তাহার কন্যাকে ইহার নিকট বিবাহ দিবে। অথচ তাহাদের মধ্যে ইহাছাড়া মহর নির্ধারিত হইবে না। -মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الشِّغَارِ وَالشِّغَارُ: أَنْ يُزَوِّجَ الرَّجُلُ ابْنَتَهُ عَلَى أَنْ يُزَوِّجَهُ الْآخَرُ ابْنَتَهُ وَلَيْسَ بَيْنَهُمَا صَدَاقٌ

হাদীসের ব্যাখ্যা:

মহর নির্ধারিত হইবে না—অর্থাৎ, একের কন্যা অপরের কন্যার মহর স্বরূপ হইবে। এই রূপ বিবাহ জাহেলিয়াত যুগে প্রচলিত ছিল। এইরূপ ভগ্নীর পরিবর্তে ভগ্নী হইলেও 'শেগার' হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান