মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৩৯
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩৯। হযরত ওমর ইবনুল খাত্তাব ও আনাস ইবনে মালেক (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলিয়াছেনঃ (আসল) তাওরাত কিতাবে লেখা আছে— যাহার মেয়ে বার বৎসরে উপনীত হইয়াছে, আর সে তাহার বিবাহ দেয় নাই, ফলে সে কোন অপরাধ করিয়াছে তাহার গোনাহ্ বাপের। — উল্লিখিত হাদীস দুইটি বায়হাকী শোআবুল ঈমানে রেওয়ায়ত করিয়াছেন।
كتاب النكاح
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَأَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فِي التَّوْرَاةِ مَكْتُوبٌ: مَنْ بَلَغَتِ ابْنَتُهُ اثْنَتَيْ عَشْرَةَ سَنَةً وَلَمْ يُزَوِّجْهَا فَأَصَابَتْ إِثْمًا فَإِثْمُ ذَلِكَ عَلَيْهِ «. رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي» شُعَبِ الْإِيمَانِ