মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৩২
২. দ্বিতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩২। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আসল ব্যভিচারিণী তাহারাই, যাহারা প্রমাণ ব্যতীত নিজেদেরকে বিবাহ দেয়। সহীহ্ কথা এই যে, উক্তিটি ইবনে আব্বাসেরই। – তিরমিযী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْبَغَايَا اللَّاتِي يُنْكِحْنَ أَنْفُسَهُنَّ بِغَيْرِ بَيِّنَةٍ» . وَالْأَصَحُّ أَنَّهُ مَوْقُوفٌ عَلَى ابْنِ عَبَّاس. رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
প্রমাণ অর্থে এখানে সাক্ষীকে বুঝাইয়াছে। ইমাম আবু হানীফা ও শাফেয়ীর মতে সাক্ষী ব্যতীত বিবাহ যেনার শামিল। প্রমাণ অর্থ ওলীও হইতে পারে। এই অর্থের ব্যাখ্যা উপরে গিয়াছে।
