মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৩১
২. দ্বিতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩১। বিবি আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ যে কোন নারী তাহার ওলীর অনুমতি ব্যতীত বিবাহ করিয়াছে, তাহার বিবাহ অশুদ্ধ, তাহার বিবাহ অশুদ্ধ, তাহার বিবাহ অশুদ্ধ। কিন্তু যদি স্বামী তাহার সহিত সহবাস করে, তবে সে মোহর পাওনা হইবে — স্বামী যে তাহার লজ্জাস্থানকে হালাল করিয়াছে সে জন্য। যদি ওলীগণ বিবাদ করে, তবে যাহার ওলী নাই তাহার ওলী হইল দেশের শাসক। —আহমদ, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী
وَعَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيُّمَا امْرَأَةٍ نَكَحَتْ بِغَيْرِ إِذْنِ وَلَيِّهَا فَنِكَاحُهَا بَاطِلٌ فَنِكَاحُهَا بَاطِلٌ فَنِكَاحُهَا بَاطِلٌ فَإِنْ دَخَلَ بِهَا فَلَهَا الْمَهْرُ بِمَا اسْتَحَلَّ مِنْ فَرْجِهَا فَإِنِ اشْتَجَرُوا فَالسُّلْطَانُ وَلِيُّ من لَا ولي لَهُ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ والدارمي

হাদীসের ব্যাখ্যা:

বিবাদ করে—অর্থাৎ, বিবাহ না দিবার পক্ষে ষড়যন্ত্র করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান