মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৩০
২. দ্বিতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩০। হযরত আবু মুসা আশআরী (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ ওলী ছাড়া বিবাহ হয় না। – আহমদ, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী
الْفَصْل الثَّانِي
عَن أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ
হাদীসের ব্যাখ্যা:
ইমাম শাফেয়ী ও আহমদের মাযহাব ইহাই। কিন্তু ইমাম আবু হানীফার মতে ইহার অর্থ, ওলী ব্যতীত বিবাহ উত্তম নহে অথবা হাদীসটি নাবালিকা ও পাগল সম্পর্কেই উক্ত হইয়াছে অথবা অসম শ্রেণীর বিবাহ সম্পর্কেই প্রযোজ্য। কেননা, উপরে মুসলিমের হাদীসে বলা হইয়াছে, বিবাহিতা বালেগা নারী তাহার সম্পর্কে তাহার ওলী অপেক্ষা অধিক হকদার এবং বালেগা কুমারীর অনুমতি লইতে হইবে। সামনের হাদীসেরও এই একই ব্যাখ্যা।
