মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৩৩
২. দ্বিতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ইয়াতীম বালেগাকে তাহার বিবাহ সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত। যদি সে খামুশ থাকে ইহা তাহার অনুমতি হইবে। আর যদি সে অস্বীকার করে, তবে তাহার প্রতি অবিচার চলিবে না। —তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْيَتِيمَةُ تُسْتَأْمَرُ فِي نَفْسِهَا فَإِنْ صَمَتَتْ فَهُوَ إِذْنُهَا وَإِنْ أَبَتْ فَلَا جَوَازَ عَلَيْهَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
ইয়াতীম বালেগা অর্থে এখানে পিতৃহীনা বালেগা কুমারীকেই বুঝাইয়াছে। তাই তাহার অনুমতি লওয়ার কথা বলা হইয়াছে। অন্যথায় নাবালিকার অনুমতির কোন অর্থই নাই।
