মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১২৮
২. প্রথম অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১২৮। হযরত খেনসা বিনতে খেযাম (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তাহার বাপ তাহাকে বিবাহ দিল অথচ সে তখন পূর্ব বিবাহিতা, আর সে উহা না-পছন্দ করিল এবং রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া উহার অভিযোগ করিল, তিনি তাহার বিবাহ ভাঙ্গিয়া দিলেন। বোখারী। ইবনে মাজাহর বর্ণনামতে বাপের দেওয়া বিবাহ ভাগিয়া দিলেন। বুখারী
وَعَن خنساء بنت خذام: أَنْ أَبَاهَا زَوَّجَهَا وَهِيَ ثَيِّبٌ فَكَرِهَتْ ذَلِكَ فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ نِكَاحَهَا. رَوَاهُ الْبُخَارِيُّ وَفِي رِوَايَةِ ابْنِ مَاجَه: نِكَاح أَبِيهَا
হাদীসের ব্যাখ্যা:
ইহাতে বুঝা গেল, পূর্ব বিবাহিতা নারীর বিবাহ তাহার অনুমতি ব্যতীত জায়েয নহে। বিবাহিতার অনুমতি লইতে হইবে— সে বালেগা হোক বা না-বালেগা। আর ইহাই ইমাম আবু হানীফার মত।
