মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১২৭
২. প্রথম অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১২৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: বালেগা বিবাহিতা নারী নিজের ব্যাপারে তাহার ওলী অপেক্ষা অধিক হকদার। বালেগা কুমারী হইতে তাহার বিষয়ে তাহার নিজের মত গ্রহণ করা আবশ্যক। তাহার মত দেওয়া হইল তাহার চুপ থাকা। অপর এক বর্ণনায় সামান্য শাব্দিক বেশ কমের সাথে এই কথা রহিয়াছে। আর এক বর্ণনায় আছে, বালেগা বিবাহিতা নারী নিজের ব্যাপারে তাহার ওলী অপেক্ষা অধিক হকদার। বালেগা কুমারীর ব্যাপারে তাহার বাপ তাহার অনুমতি লইবে। তাহার অনুমতি হইল তাহার মৌনতা। —মুসলিম
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْأَيِّمُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا وَالْبِكْرُ تَسْتَأْذِنُ فِي نَفْسِهَا وَإِذْنُهَا صِمَاتُهَا» . وَفِي رِوَايَةٍ: قَالَ: «الثَّيِّبُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا وَالْبِكْرُ تُسْتَأْمَرُ وَإِذْنُهَا سُكُوتُهَا» . وَفِي رِوَايَةٍ: قَالَ: «الثَّيِّبُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا وَالْبِكْرُ يَسْتَأْذِنُهَا أَبُوهَا فِي نَفْسِهَا وَإِذْنُهَا صِمَاتُهَا» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১২৭ | মুসলিম বাংলা