মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১০৪
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১০৪। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ দৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি আমাকে চক্ষু ফিরাইয়া লইতে বলিলেন। —মুসলিম
كتاب النكاح
وَعَن جرير بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَظَرِ الْفُجَاءَةِ فَأمرنِي أَن أصرف بَصرِي. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

বিনা ইচ্ছায় হঠাৎ নজর পড়িয়া গেলে তাহাতে গোনাহ্ হইবে না, কিন্তু ইচ্ছা করিয়া পুনঃ নজর করিলে গোনাহ্ হইবে ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান