মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১০৫
১. প্রথম অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১০৫। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : নারী শয়তানের রূপে আসে আর শয়তানের রূপে যায়। তোমাদের কাহারও নিকট যখন কোন নারী ভাল লাগে এবং সে তাহার অন্তরে প্রবেশ করে, তখন সে যেন আপন স্ত্রীর নিকট যায় এবং তাহার সহিত সহবাস করে। ইহা তাহার অন্তরে যাহা আছে তাহা দূর করিবে।—মুসলিম
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَرْأَةَ تُقْبِلُ فِي صُورَةِ شَيْطَانٍ وَتُدْبِرُ فِي صُورَةِ شَيْطَانٍ إِذَا أَحَدَكُمْ أَعْجَبَتْهُ الْمَرْأَةُ فَوَقَعَتْ فِي قَلْبِهِ فَلْيَعْمِدْ إِلَى امْرَأَتِهِ فَلْيُوَاقِعْهَا فَإِنَّ ذَلِكَ يَرُدُّ مَا فِي نَفسه» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
'নারী শয়তানের রূপে আসে ও শয়তানের রূপে যায়'—অর্থাৎ, শয়তান যেমন মানুষের অন্তরে খটকা ঢালে, নারী-রূপও তেমন মানুষের অন্তরে খটকা ঢালে। .
