মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১০৩
১. প্রথম অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১০৩। হযরত জাবের (রাঃ) বলেন, বিবি উম্মে সালামা (রাঃ) রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শিঙ্গা লইতে অনুমতি চাহিলেন। হুযূর (ছাঃ) আবু তায়বাকে তাহাকে শিঙ্গা দিতে নির্দেশ দিলেন। জাবের বলেন, আমি মনে করি, আবু তায়বা তাহার দুধ-ভাই অথবা না বালেগ বালক ছিল। —মুসলিম
وَعَن جَابِرٍ: أَنَّ أُمَّ سَلَمَةَ اسْتَأْذَنَتْ رَسُولَ اللَّهِ فِي الْحِجَامَةِ فَأَمَرَ أَبَا طَيْبَةَ أَنْ يَحْجُمَهَا قَالَ: حَسِبْتُ أَنَّهُ كَانَ أَخَاهَا مِنَ الرَّضَاعَةِ أَو غُلَاما لم يَحْتَلِم. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
চিকিৎসার জন্য আবশ্যক হইলে অন্য লোকও শিঙ্গা দিতে পারে এবং আবশ্যক স্থান দেখিতে পারে। আবশ্যকের অতিরিক্ত স্থান নহে।
