মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১০২
১. প্রথম অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১০২। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমরা নারীর নিকট যাইবে না। এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ্, দেবর সম্পর্কে বলুন। (সে কি ভাবীর নিকট যাইতে পারে?) হুযূর (ছাঃ) বলিলেন: সে তো মৃত্যুর ন্যায়। মোত্তাঃ
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ الْحَمْوَ؟ قَالَ: «الْحَمْوُ الْمَوْتُ»

হাদীসের ব্যাখ্যা:

দেবর ও ভগ্নীপতি সাক্ষাৎ যম হওয়ার বহু অভিজ্ঞতা আমাদের আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১০২ | মুসলিম বাংলা