মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩০৮৯
দ্বিতীয় অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৮৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ্ আবশ্যক মনে করেন। 'মুকাতাব’– যে দাস তার মুক্তিপণ আদায় করিতে চাহে; ‘বিবাহকারী’—যে আপন চরিত্র রক্ষা করিতে চাহে এবং ‘মুজাহিদ’—যে আল্লাহর রাস্তায় জেহাদ করে। —তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্
اَلْفَصْلُ الثَّانِىْ
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: الْمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الْأَدَاءَ وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ الْعَفَافَ وَالْمُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ . رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

‘মুকাতাব’—যে ক্রীতদাস মুক্তিপণ দিয়া আপন মনিব হইতে অব্যাহতি লাভের চুক্তি করিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩০৮৯ | মুসলিম বাংলা