মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩০৯০
দ্বিতীয় অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৯০। সেই হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহু (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের নিকট এমন লোক বিবাহের প্রস্তাব করে, যাহার দ্বীনদারী ও চরিত্রকে তোমরা পছন্দ কর, তখন বিবাহ দিয়া দাও! যদি তাহা না কর তবে যমীনে বিপদ ও বড় ফাসাদ সৃষ্টি হইবে। —তিরমিযী
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ إِنْ لَا تَفْعَلُوهُ تَكُنْ فِتَنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ» . رَوَاهُ التِّرْمِذِيُّ

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, পাত্র-পাত্রী নির্বাচনে দ্বীনদারী ও চরিত্রেরই প্রাধান্য দেওয়া উচিত। ইমাম মালেক ছাহেবের ইহাই মাযহাব, কিন্তু অন্যান্যদের মতে বংশ মর্যাদা এবং ব্যবসায়ও সমান হওয়া উচিত। অন্যথায় স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ার সম্ভাবনা থাকে। পাত্র-পাত্রী পছন্দ হইলে আর গৌণ করা ঠিক নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান