মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩০৮৮
প্রথম অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৮৮। হযরত জাবের (রাঃ) বলেন, একবার আমরা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক যুদ্ধে ছিলাম। আমরা যখন মদীনার নিকটে আসিয়া পৌঁছিলাম, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি সম্প্রতি বিবাহ করিয়াছি। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি বিবাহ করিয়াছ? আমি বলিলাম, জি হ্যাঁ। তিনি বলিলেন, কুমারী না বিবাহিতা ? আমি বলিলাম; বরং বিবাহিতা। তিনি বলিলেন, কুমারী করিলে না কেন—তুমি তাহার সাথে আমোদ করিতে আর সেও তোমার সাথে আমোদ করিত? অতঃপর যখন আমরা মদীনায় উপনীত হইলাম, আপন আপন বাসস্থানে যাইতে চাহিলাম। তিনি বলিলেন থাম, আমরা রাত্রে অর্থাৎ, সন্ধ্যায় যাইব, যাহাতে রুক্ষ কেশী নারী মাথায় চিরুনি করিয়া লয় এবং প্রবাসী স্বামীর স্ত্রী নাভির নীচের কেশ সাফ করিয়া সারে। —মোত্তাঃ
وَعَنْ جَابِرٍ: قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ فَلَمَّا قَفَلْنَا كُنَّا قَرِيبًا مِنَ الْمَدِينَةِ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَدِيثُ عَهْدٍ بعرس قَالَ: «تَزَوَّجْتَ؟» قُلْتُ: نَعَمْ. قَالَ: «أَبِكْرٌ أَمْ ثَيِّبٌ؟» قُلْتُ: بَلْ ثَيِّبٌ قَالَ: «فَهَلَّا بِكْرًا تلاعبها وتلاعبك» . فَلَمَّا قدمنَا لِنَدْخُلَ فَقَالَ: «أَمْهِلُوا حَتَّى نَدْخُلَ لَيْلًا أَيْ عشَاء لكَي تمتشط الشعثة وتستحد المغيبة»

হাদীসের ব্যাখ্যা:

(১) 'তুমি তাহার সাথে আমোদ করিতে ..........' অর্থাৎ, উভয়ের মধ্যে ভালবাসা গভীর হইত এবং জীবন সুখের হইত। (২) প্রবাস হইতে আসিয়া ঘরে পৌঁছিতে কিছু বিলম্ব করা মোস্তাহাব, যাহাতে নারী পাক পরিষ্কার হইয়া ও সাজসজ্জা করিয়া সারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩০৮৮ | মুসলিম বাংলা