মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩০৮৭
প্রথম অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৮৭। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : অকল্যাণ (যদি থাকে, তবে রহিয়াছে নারীতে, বাসস্থানে ও ঘোড়ায়। —মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشُّؤْمُ فِي الْمَرْأَةِ وَالدَّارِ وَالْفَرَسِ» . مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ: الشُّؤْمُ فِي ثَلَاثَة: فِي الْمَرْأَة والمسكن وَالدَّابَّة
হাদীসের ব্যাখ্যা:
নারীর অকল্যাণ হইল তাহার বদ চরিত্র হওয়া বা জীবনসঙ্গিনী হওয়ার অনুপযুক্তা হওয়া, বাসস্থানের অকল্যাণ হইল অস্বাস্থ্যকর হওয়া বা উহার মন্দ প্রতিবেশী থাকা; আর ঘোড়ার অকল্যাণ হইল সওয়ার কবুল না করা বা সওয়ারীর উপযুক্ত না হওয়া।
