মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০৩৮
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুড়িয়ে পাওয়া দ্রব্য-সামগ্রী
৩০৩৮। হযরত জারূদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মুসলমানের হারানো জিনিস আগুনের স্ফুলিঙ্গস্বরূপ (যে উহার জন্য শোহরত না করে)। —দারেমী
وَعَنِ الْجَارُودِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ضَالَّةُ الْمُسْلِمِ حَرَقُ النَّارِ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
মুসলমানদের উপস্থিতিতে কথাটি বলা হইয়াছিল বিধায়ই মুসলমান শব্দ বলা হইয়াছে।
