মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০৩৯
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুড়িয়ে পাওয়া দ্রব্য-সামগ্রী
৩০৩৯। হযরত ইয়ায ইবনে হেমার (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন হারানো বস্তু পায়, সে যেন এক কি দুই জন ন্যায়বান লোককে সে সম্পর্কে সাক্ষী করে এবং উহা গোপন ও গায়েব না করে, অতঃপর যদি উহার মালিককে পায় এবং তাহাকে উহা ফিরাইয়া দেয়। নচেৎ উহা আল্লাহর মাল, তিনি যাহাকে চাহেন। তাহাকে দেন। —আহমদ, আবু দাউদ ও দারেমী
وَعَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ وَجَدَ لُقَطَةً فَلْيُشْهِدْ ذَا عَدْلٍ أَوْ ذَوِي عَدْلٍ وَلَا يَكْتُمْ وَلَا يُغَيِّبْ فَإِنْ وَجَدَ صَاحِبَهَا فَلْيَرُدَّهَا عَلَيْهِ وَإِلَّا فَهُوَ مَالُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ
হাদীসের ব্যাখ্যা:
'সাক্ষী করে'—যাহাতে লোক তাহার প্রতি সন্দেহ না করে অথবা তাহার মন তাহাকে কুমন্ত্রণা দিতে না পারে। এইরূপ সাক্ষী করান উত্তম।
