মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০৩৭
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুড়িয়ে পাওয়া দ্রব্য-সামগ্রী
৩০৩৭। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত আছে, একবার হযরত আলী (রাঃ) একটি হারানো দীনার পাইলেন এবং উহা হযরত ফাতেমা (রাঃ)-কে দিলেন। অতঃপর (অর্থাৎ, শোহরতের পর) সে সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ ইহা আল্লাহর প্রদত্ত রিযিক। সুতরাং ইহা হইতে স্বয়ং রাসূলুল্লাহ্ (ﷺ)ও খাইলেন এবং হযরত আলী ও ফাতেমাও খাইলেন। এইরূপ হওয়ার পর একটি স্ত্রীলোক দীনারের সন্ধানে আসিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, আলী! তাহার দীনার আদায় করিয়া দাও। –আবু দাউদ
وَعَن أبي سعيد الْخُدْرِيّ: أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَجَدَ دِينَارًا فَأتى بِهِ فَاطِمَة رَضِي الله عَنْهَا فَسَأَلَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا رِزْقُ اللَّهِ» فَأَكَلَ مِنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأكل عَليّ وَفَاطِمَة رَضِي الله عَنْهُمَا فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ أَتَتِ امْرَأَةٌ تَنْشُدُ الدِّينَارَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَلِيُّ أَدِّ الدِّينَارَ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
‘দীনার আদায় করিয়া দাও'—অর্থাৎ, বদল বা পরিবর্তন দিয়া দাও। ইহাতে বুঝা গেল যে, মালিক তলব করিলে উহার বদল দেওয়া ওয়াজিব বা আবশ্যক, যদিও উহা গরীবকে দান করা হইয়া থাকে। ‘হযরত আলী ও ফাতেমা খাইলেন'—ইহাতে বুঝা গেল যে, হাশেমীরা যাকাত খাইতে না পারিলেও ইহা খাইতে পারে।
