মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৩০৩৬
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুড়িয়ে পাওয়া দ্রব্য-সামগ্রী
৩০৩৬। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার বাপ ও দাদা পরম্পরায় রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করেন, গাছে লটকিয়া আছে এমন ফল সম্পর্কে তাঁহাকে জিজ্ঞাসা করা হইল। তিনি বলিলেনঃ যদি কোন ক্ষুধার্ত হাজতমন্দ লোক উহা হইতে কিছু খায় তাহাতে তাহার উপর কিছুই নাই, যদি আঁচলে ভরিয়া কিছু না লইয়া যায়। হ্যাঁ, যদি উহার কিছু লইয়া যায়, তবে তাহার উপর দুই গুণ দণ্ড বর্তিবে, তদুপরি সাজাও হইবে, (অবশ্য হাত কাটা যাইবে না। কিন্তু) যে উহার কিছু চুরি করিবে খলায় স্থান দেওয়ার পর, যাহার মূল্য হয় একটি ঢালের, তাহার হাত কাটা যাইবে। এখানে আমরের দাদা হারানো উট ও ছাগলের উল্লেখ করেন যেভাবে অন্যেরা উল্লেখ করিয়াছেন। তিনি আরও বলিয়াছেন যে, হুযুরকে জিজ্ঞাসা করা হইল হারানো জিনিস সম্পর্কেও। তখন তিনি বলিলেন, যাহা আবাদ রাস্তায় অথবা আবাদ বস্তিতে পাওয়া যায়, আর উহার জন্য সে একবছর শোহরত করে, অতঃপর যদি উহার মালিক আসে, তবে তো উহা তাহাকে দিয়া দিবে, আর যদি উহার মালিক না আসে, তবে উহা তোমার হইবে। আর যাহা বিরান জায়গায় পাওয়া যায় তাহাতে এবং মাটিতে প্রোথিত গুপ্তধনের এক-পঞ্চমাংশ বায়তুল মালে দিতে হইবে (এবং বাকীটা তোমার হইবে)। —নাসায়ী। আবু দাউদ 'হারানো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হইল' হইতে শেষ পর্যন্ত।
الْفَصْل الثَّانِي
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ سُئِلَ عَنِ الثَّمَرِ الْمُعَلَّقِ فَقَالَ: «مَنْ أَصَابَ مِنْهُ مِنْ ذِي حَاجَةٍ غَيْرَ مُتَّخِذٍ خُبْنَةً فَلَا شَيْءَ عَلَيْهِ وَمَنْ خَرَجَ بِشَيْءٍ مِنْهُ فَعَلَيْهِ غَرَامَةُ مِثْلَيْهِ وَالْعُقُوبَةُ وَمَنْ سَرَقَ مِنْهُ شَيْئًا بَعْدَ أَنْ يُؤْوِيَهُ الْجَرِينَ فَبَلَغَ ثَمَنَ الْمِجَنِّ فَعَلَيْهِ الْقَطْعُ» وَذَكَرَ فِي ضَالَّة الْإِبِل وَالْغنم كَمَا ذكر غَيْرُهُ قَالَ: وَسُئِلَ عَنِ اللُّقَطَةِ فَقَالَ: «مَا كَانَ مِنْهَا فِي الطَّرِيقِ الْمِيتَاءِ وَالْقَرْيَةِ الْجَامِعَةِ فَعَرِّفْهَا سَنَةً فَإِنْ جَاءَ صَاحِبُهَا فَادْفَعْهَا إِلَيْهِ وَإِنْ لَمْ يَأْتِ فَهُوَ لَكَ وَمَا كَانَ فِي الْخَرَابِ الْعَادِيِّ فَفِيهِ وَفِي الرِّكَازِ الْخُمُسُ» . رَوَاهُ النَّسَائِيُّ وَرَوَى أَبُو دَاوُدَ عَنْهُ مِنْ قَوْله: وَسُئِلَ عَن اللّقطَة إِلَى آخِره

হাদীসের ব্যাখ্যা:

‘কিছুই নাই’—কাহারও মতে ইহার অর্থ, গোনাহ্ নাই, যদিও দুনিয়াতে উহার দণ্ড রহিয়াছে। আর কাহারও মতে উহার অর্থ, দণ্ড নাই। 'দণ্ড দুই গুণ'— কাহারও মতে ইহা ইসলামের প্রথমাবস্থায় ছিল, পরে রহিত হইয়া গিয়াছে। এখন দণ্ড এক গুণ। 'খলায় স্থান দেওয়ার পর’—অর্থাৎ, যেখানে আনা হইলে উহা রক্ষিত হইয়াছে বলিয়া দেশের প্রথা অনুসারে বুঝা যায়। ঢালের মূল্য কত ইহার ব্যাখ্যা হাত কাটা অধ্যায়ে আসিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান