মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০৩২
১৭. তৃতীয় অনুচ্ছেদ - হাদিয়া (উপহার) ও হিবার (অনুদান) প্রসঙ্গে
৩০৩২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দেখিয়াছি, যখন তাঁহার নিকট কোন নূতন ফল আনা হইত, তিনি উহা আপন চক্ষে ও ওষ্ঠে লাগাইতেন এবং বলিতেন, আয় আল্লাহ্, যেভাবে তুমি আমাদিগকে ইহার প্রথমটি দেখাইয়াছ সেভাবে ইহার শেষটিও দেখাইও। অতঃপর উহা তাঁহার নিকট যেসকল ছেলে থাকিত তাহাদিগকে দিতেন। —বায়হাকী দাওয়াতে কবীরে
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُتِيَ بِبَاكُورَةِ الْفَاكِهَةِ وَضَعَهَا عَلَى عَيْنَيْهِ وَعَلَى شَفَتَيْهِ وَقَالَ: «اللَّهُمَّ كَمَا أَرَيْتَنَا أَوَّلَهُ فَأَرِنَا آخِرَهُ» ثُمَّ يُعْطِيهَا مَنْ يَكُونُ عِنْدَهُ مِنَ الصِّبْيَانِ. رَوَاهُ الْبَيْهَقِيّ فِي الدَّعْوَات الْكَبِير
হাদীসের ব্যাখ্যা:
নূতন ফল পাইয়া এইরূপ দো'আ করা ও ছোটদের দেওয়া মোস্তাহাব
