মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০৩১
১৭. তৃতীয় অনুচ্ছেদ - হাদিয়া (উপহার) ও হিবার (অনুদান) প্রসঙ্গে
৩০৩১। হযরত জাবের (রাঃ) বলেন, বশীরের বিবি (আমরাহ্ বিনতে রাওয়াহা ) বশীরকে বলিল, আমার ছেলেকে তোমার গোলামটি দান কর এবং এ ব্যাপারে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে সাক্ষী করাও। সুতরাং সে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিয়া বলিলঃ হুযুর, অমুকের মেয়ে আমার নিকট চাহিয়াছে আমি যেন তাহার ছেলেকে আমার গোলামটি দান করি এবং বলিয়াছে, 'এ ব্যাপারে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে সাক্ষী করাও।' তখন হুযূর (ﷺ) বলিলেনঃ তাহার অন্য ভাই আছে কি? সে বলিল, হ্যাঁ। তিনি বলিলেন, তাহাদের প্রত্যেককেই কি ইহার অনুরূপ দান করিয়াছ? সে বলিল, না। তিনি বলিলেন, তবে ইহা ঠিক নহে, আর আমি সাক্ষী হই না হক বিষয় ছাড়া কিছুর উপরে। —মুসলিম
الْفَصْل الثَّالِث
عَنْ جَابِرٍ قَالَ: قَالَتِ امْرَأَةُ بَشِيرٍ: انْحَلِ ابْنِي غُلَامَكَ وَأَشْهِدْ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ ابْنَةَ فُلَانٍ سَأَلَتْنِي أَنْ أَنْحَلَ ابْنَهَا غُلَامِي وَقَالَتْ: أَشْهِدْ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَلَهُ إِخْوَةٌ؟» قَالَ: نَعَمْ قَالَ: «أَفَكُلَّهُمْ أَعْطَيْتَهُمْ مِثْلَ مَا أَعْطَيْتَهُ؟» قَالَ: لَا قَالَ: «فَلَيْسَ يَصْلُحُ هَذَا وَإِنِّي لَا أَشْهَدُ إِلَّا على حق» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
ইহা পূর্ববর্ণিত নো'মান ইবনে বশীরের ঘটনা। তাঁহার মা আমরাহ বিনতে রাওয়াহা তাঁহার বিমাতা ভাইদেরে না দিয়া গোলামটি তাঁহাকে দিতেই স্বামী বশীরকে অনুরোধ করিয়াছিলেন।
