মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০২২
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - হাদিয়া (উপহার) ও হিবার (অনুদান) প্রসঙ্গে
৩০২২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, এক বেদুইন রাসূলুল্লাহ্ (ﷺ)-কে একটি উটনী উপহার দিল। হুযূর (ﷺ) ইহার প্রতিদানে তাহাকে ছয়টি উটনী উপহার দিলেন, কিন্তু ইহাতে সে (খুশী হইল না; বরং) নাখোশ হইল। এই খবর নবী করীম (ﷺ)-এর নিকট পৌঁছিলে তিনি আল্লাহর হামদ ও সানা পাঠ করিলেন। অতঃপর বলিলেনঃ অমুক আমাকে একটি উটনী উপহার দিয়াছে, আর আমি উহার পরিবর্তে তাহাকে ছয়টি উটনী উপহার দিয়াছি, কিন্তু সে তাহাতেও নাখোশ। খোদার কসম! আমি সংকল্প করিয়াছি, কোন কুরাইশী অথবা আনসারী অথবা সকফী অথবা দাওসী ব্যতীত কাহারও উপহার গ্রহণ করিব না। —তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ أَعْرَابِيًّا أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَكْرَةً فَعَوَّضَهُ مِنْهَا سِتَّ بَكَرَاتٍ فَتَسَخَّطَ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: «إِنَّ فَلَانًا أَهْدَى إِلَيَّ نَاقَةً فَعَوَّضْتُهُ مِنْهَا سِتَّ بَكَرَاتٍ فَظَلَّ سَاخِطًا لَقَدْ هَمَمْتُ أَنْ لَا أَقْبَلَ هَدِيَّةً إِلَّا مِنْ قُرَشِيٍّ أَوْ أَنْصَارِيٍّ أَوْ ثَقَفِيٍّ أَوْ دوسي» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
‘কুরাইশী ব্যতীত'—অর্থাৎ, ভদ্র ও উচ্চমান লোক, যাহারা উপহারদানে প্রতিদানের আশা রাখে না, যেমন ইহারা।
