মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০২৩
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - হাদিয়া (উপহার) ও হিবার (অনুদান) প্রসঙ্গে
৩০২৩। হযরত জাবের (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ যাহাকে দান করা হয় তাহার যদি সামর্থ্য থাকে সে যেন উহার প্রতিদান করে; আর যাহার সামর্থ্য নাই সে যেন তাহার প্রশংসা করে। কেননা, যে তাহার প্রশংসা করিয়াছে সে তাহার কৃতজ্ঞতা প্রকাশ করিয়াছে। আর যে উহা গোপন করিয়াছে সে তাহার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করিয়াছে। আর যে দান না পাইয়াও পাইয়াছে বলে, সে হইল ডবল মিথ্যুক। —তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ جَابِرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أُعْطِيَ عَطَاءً فَوَجَدَ فَلْيُجْزِ بِهِ وَمَنْ لَمْ يَجِدْ فَلْيُثْنِ فَإِنَّ مَنْ أَثْنَى فَقَدْ شَكَرَ وَمَنْ كَتَمَ فَقَدْ كَفَرَ وَمَنْ تَحَلَّى بِمَا لَمْ يُعْطَ كَانَ كَلَابِسِ ثوبي زور» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
গোপন করে—অর্থাৎ, প্রতিদানও করে না, প্রশংসাও করে না। প্রশংসা করিতে কাহাকেও বাড়াইয়া বলা ঠিক নহে, যেমন কমাইয়া বলা ঠিক নহে।
