মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০০৩
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
৩০০৩। তাবেয়ী তাউস ইবনে কায়সার মুরসালরূপে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন অনাবাদ যমীন আবাদ করিবে উহা তাহার হইবে। মালিকহীন যমীন আল্লাহ্ ও তাঁহার রাসূলের, অতঃপর আমার পক্ষ হইতে উহা তোমাদের। —শাফেয়ী
وَعَنْ طَاوُسٍ مُرْسَلًا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «من أحيى مَوَاتًا مِنَ الْأَرْضِ فَهُوَ لَهُ وَعَادِيُّ الْأَرْضِ لِلَّهِ وَرَسُولِهِ ثُمَّ هِيَ لَكُمْ مِنِّي» . رَوَاهُ الشَّافِعِي
হাদীসের ব্যাখ্যা:
'মালিকহীন যমীন' —মূলে 'আদিয়্যুল আরদ' শব্দ রহিয়াছে; আর আদিয়্যুল আরদ সে যমীনকে বলে, যাহা বহু দিন যাবৎ অনাবাদ ও মালিকহীন অবস্থায় পড়িয়া রহিয়াছে। যেমন, সুদূর অতীতের আদ কাওমের যমীন। 'উম্মে আবদ’—হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ)-এর মা উম্মে আবদ আনসারী বনী যুহরা গোত্রের খাদেমা ছিলেন, তাহাদের কাজকর্ম করিয়া খাইতেন, তাই তাহারা সে এলাকার মধ্যে ইবনে মাসউদের বসবাসকে নিজেদের সম্মানের পক্ষে হানিকর মনে করিল।
