মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৩০০৪
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
৩০০৪। শরহে সুন্নাহর এক বর্ণনায় আছে, নবী করীম (ﷺ) হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদকে মদীনায় বসতবাড়ীর জায়গা জায়গীররূপে দান করিলেন; আর উহা ছিল আনসারদের খেজুর বাগান ও বাড়ীর ইমারতের মধ্যস্থলে। তখন আনসারীদের বনী আব্দে যুহরা গোত্র বলিয়া উঠিল, হুযূর, উম্মে আব্দের পুত্রকে আমাদের হইতে দূরে রাখুন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাদেরকে বলিলেন, তবে কেন আল্লাহ্ আমাকে পাঠাইয়াছেন ? আল্লাহ্ সেই জাতিকে পবিত্র করেন না যাহাদের মধ্যে দুর্বলের হক দেওয়া হয় না।
وَرُوِيَ فِي «شَرْحِ السُّنَّةِ» : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْطَعَ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ الدُّورَ بِالْمَدِينَةِ وَهِيَ بَيْنَ ظَهْرَانَيْ عِمَارَةِ الْأَنْصَارِ مِنَ الْمَنَازِلِ وَالنَّخْلِ فَقَالَ بَنُو عَبْدِ بن زهرَة: نكتب عَنَّا ابْنَ أُمِّ عَبْدٍ فَقَالَ لَهُمْ رَسُولُ الله: «فَلِمَ ابْتَعَثَنِي اللَّهُ إِذًا؟ إِنَّ اللَّهَ لَا يُقَدِّسُ أُمَّةً لَا يُؤْخَذُ لِلضَّعِيفِ فِيهِمْ حَقُّهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান