মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৩০০২
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
৩০০২। হযরত আসমার ইবনে মুযাররেস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিয়া (ইসলামের) বাইআত করিলাম। তখন তিনি বলিলেন, যে ব্যক্তি কোন পানির নিকট প্রথম পৌঁছিয়াছে, যাহার নিকট তাহার আগে কোন মুসলমান পৌঁছে নাই, উহা তাহার। – আবু দাউদ
وَعَنْ أَسْمَرَ بْنِ مُضَرِّسٍ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْتُهُ فَقَالَ: «مَنْ سَبَقَ إِلَى مَاءٍ لَمْ يَسْبِقْهُ إِلَيْهِ مُسْلِمٌ فَهُوَ لَهُ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

আমার মতে এই হাদীসের মর্ম এই যে, একজনের আবশ্যকের পরিমাণ মোবাহ পানির নিকট যে আগে পৌঁছিবে, উহা তাহারই হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান