মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০০১
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
৩০০১। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন জিনিসে সকল মুসলমান শরীক, পানি, ঘাস ও আগুন। —আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْمُسْلِمُونَ شُرَكَاءُ فِي ثَلَاث: الْمَاءِ وَالْكَلَأِ وَالنَّارِ . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
পানি যতক্ষণ সমুদ্র, নদী ও কূপ ইত্যাদিতে থাকে ততক্ষণ ইহার উপর ব্যক্তিবিশেষের মালিকানা জন্মে না, কিন্তু যখন উহাকে পাত্রে পৃথক করিয়া ফেলা হয়, তখন উহার উপর মালিকানা জন্মে। কাহাকেও পিপাসায় কাতর দেখিলে মালিকানার পানি দিয়াও তাহাকে সাহায্য করা ফরয। এইরূপে কাহারও বিনা চেষ্টায় ঘাস জন্মিলে তাহাতেও কাহারও মালিকানা জন্মে না, কিন্তু যদি কাহারও চেষ্টায় জন্মে, তাহাতে তাহার মালিকানা জন্মে। আগুন হইতে আগুন ধরাইতেও নিষেধ করা কাহারও পক্ষে জায়েয নহে। এইরূপে জঙ্গলের লাকড়ির উপর কাহারও মালিকানা জন্মে না। এইসকল জিনিস সর্বসাধারণের।
