মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০০০
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
৩০০০। হযরত আবইয়ায ইবনে হাম্মাল মাআরেবী (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আপন গোত্রের প্রতিনিধিরূপে আসিলেন ; এসময় তিনি মাআরেবস্থ নিমকের কূপটি তাঁহার নিকট দানরূপে চাহিলেন। তিনি তাঁহাকে উহা দান করিলেন। যখন তিনি রওয়ানা হইলেন, এক ব্যক্তি (আকরা ইবনে হাবেস) বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আপনি তাহাকে প্রস্রবণের অফুরন্ত পানি দিয়া দিলেন। তিনি (আকর) বলেন, অতঃপর হুযূর তাঁহার নিকট হইতে উহা ফেরত লইলেন। রাবী বলেন, আবইয়ায ইহাও জিজ্ঞাসা করেন যে, আরাক গাছের কোটি রক্ষিত করা যায়? হুযূর বলিলেন, যাহা উটের ক্ষুর পায় না। —তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী
وَعَن أَبْيَضَ بْنِ حَمَّالِ الْمَأْرِبِيِّ: أَنَّهُ وَفَدَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْتَقْطَعَهُ الْمِلْحَ الَّذِي بِمَأْرِبَ فَأَقْطَعُهُ إِيَّاهُ فَلَمَّا وَلَّى قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا أَقْطَعْتَ لَهُ الْمَاءَ الْعِدَّ قَالَ: فَرَجَّعَهُ مِنْهُ قَالَ: وَسَأَلَهُ مَاذَا يحمى من الْأَرَاك؟ قَالَ: «مَا لَمْ تَنَلْهُ أَخْفَافُ الْإِبِلِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَه والدارمي
হাদীসের ব্যাখ্যা:
খনি দুই প্রকারের—(১) যাহা হইতে অল্প আয়াসে খনিজদ্রব্য বাহির করা যায়। ইহাকে 'মা’দেনে যাহেরা' বলে এবং (২) যাহা হইতে অধিক আয়াসে উহা বাহির করা হয় উহাকে ‘মা’দেনে বাতেনা' বলে। হুযূর (ﷺ) প্রথমে মনে করিয়াছিলেন উহা 'মা'দেনে বাতেনা', কিন্তু যখন জানিতে পারিলেন উহা 'মা’দেনে যাহেরা', তখন উহা ফেরত লইলেন। ইহাতে বুঝা গেল, ‘মা’দেনে যাহেরা’ ব্যক্তি মালিকানায় দেওয়া জায়েয নহে, যদি উহা সরকারী মালিকানায় থাকে। প্রস্রবণের পানি—অর্থাৎ, প্রস্রবণের পানি যেরূপ বিনা আয়াসে পাওয়া যায়, উহার নিমকও তদ্রূপ বিনা আয়াসেই পাওয়া যায়। উটের ক্ষুর পায় না—অর্থাৎ, মানুষের বস্তি হইতে বহুদূরে, যাহা জন সাধারণের কাজে আসে না। আর কেহ কেহ রক্ষিত করা অর্থে দান করাকেই বুঝাইয়াছেন। কেননা, উপরের এক হাদীসে আছে, সরকার ছাড়া কাহারও পক্ষে চারণভূমি, এইরূপে জঙ্গল ইত্যাদি সাধারণের আবশ্যকীয় জিনিস রক্ষিত বা রিজার্ভ চলে না। আরাক গাছের পাতা উটের খাদ্য।
