মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৯৯
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
২৯৯৯। তাবেয়ী আলকামা তাঁহার বাপ ওয়ায়েল ইবনে হুজর হইতে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) তাঁহাকে (ইয়ামানের) হাযরামাওতে একখণ্ড যমীন দান করিয়াছিলেন। ওয়ায়েল বলেন, এ জন্য আমার সাথে মুআবিয়া (ইবনে হাফাফ)-কে পাঠাইয়াছিলেন এবং বলিয়াছিলেন, তাহাকে উহা (মাপিয়া) দাও। ---তিরমিযী ও দারেমী
وَعَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ عَنْ أَبِيهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْطَعَهُ أَرْضًا بِحَضْرَمَوْتَ قَالَ: فَأَرْسَلَ مَعِي مُعَاوِيَةَ قَالَ: «أَعْطِهَا إِيَّاه» . رَوَاهُ التِّرْمِذِيّ والدارمي
