মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৯৮
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
২৯৯৮। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) হযরত যুবায়রকে তাঁহার ঘোড়ার এক দৌড়ের পরিমাণ ভূমি দিতে বলিলেন। সুতরাং যুবায়র আপন ঘোড়া দৌড়াইলেন, অবশেষে ঘোড়া থামিয়া গেল, অতঃপর তিনি আপন বেত নিক্ষেপ করিলেন। তখন হুযূর (ﷺ) বলিলেন, তাহাকে তাহার বেত পৌঁছার স্থান পর্যন্ত দিয়া দাও। –আবু দাউদ
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْطَعَ لِلزُّبَيْرِ حُضْرَ فَرَسِهِ فَأَجْرَى فَرَسَهَ حَتَّى قَامَ ثُمَّ رَمَى بِسَوْطِهِ فَقَالَ: «أَعْطُوهُ مِنْ حَيْثُ بَلَغَ السَّوْطُ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

ইহা অন্য যমীন ছিল। ইহাতে বুঝা গেল যে, রাষ্ট্রের ইমামের পক্ষে বায়তুল মালের সরকারী যমীন আবশ্যকবোধে অর্থাৎ, অনাবাদী যমীন আবাদ করা বা ভূমিহীন লোকদের পুনর্বাসনের প্রয়োজনে এইরূপ ভূমি দান করা জায়েয আছে। মরুদেশের জন্য এত বেশী যমীনও বেশী নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান