মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৯৭
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
২৯৯৭। হযরত আসমা বিনতে আবু বকর (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) (তাঁহার স্বামী) যুবায়রকে এক খণ্ড খেজুর বাগান দান করিয়া ছিলেন। —–আবু দাউদ
وَعَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْطَعَ لِلزُّبَيْرِ نخيلا. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

দান করিয়াছিলেন, মূলে আকতাআ (اقطع) শব্দ রহিয়াছে, যাহার অর্থ, ভূমি খণ্ড নির্দেশ করিয়া দেওয়া, ভূমি খণ্ড দান করা। পরবর্তীকালে ইহা জায়গীর দান অর্থেই ব্যবহৃত হয়। ইহা সরকারী ভূমি বা ব্যক্তিগত ভূমি উভয় ব্যাপারে হইতে পারে, কিন্তু সরকারী ভূমিতেই ইহার ব্যবহার অধিক। সরকারী ভূমি দানে অনাবাদী ভূমি হওয়া শর্ত। ২৮৬১ নং হাদীস হইতে ইহা বুঝা যায় ৷
এই ভূমিটি হুযূর প্রথমে সুলাইত আনসারীকে অনাবাদই দান করিয়াছিলেন। সুলাইত উহাতে বাগান লাগানোর পর একদিন আসিয়া বলিলেন, হুযূর, এই ভূমির তত্ত্বাবধান আমাকে আপনার খেদমত হইতে বঞ্চিত রাখিতেছে। অতএব, ইহা আমি আপনাকে ফেরত দিলাম। এ সময় হযরত যুবায়র (রাঃ) বলিলেন, হুযূর ইহা আমাকে দিন। সুতরাং হুযুর (ﷺ) উহা তাহাকে দান করিলেন। আর কাহারও মতে ইহা হুযুরের নিজস্ব ভূমি ছিল, যাহা তিনি খায়বরের গনীমতের পঞ্চমাংশের পঞ্চমাংশরূপে পাইয়াছিলেন। (কিতাবুল আমওয়াল ও মেরকাত)
tahqiqতাহকীক:তাহকীক চলমান