মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৯৬
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
২৯৯৬। তাবেয়ী হযরত হাসান বসরী (রঃ) হযরত সামুরা ইবনে জুন্দুব (রাঃ) হইতে, তিনি নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি মালিকহীন যমীনের চারি পার্শ্বে দেওয়াল ঘেরা দিয়াছে সে যমীন তাহার।—আবু দাউদ
الْفَصْل الثَّانِي
عَنِ الْحَسَنِ عَنْ سَمُرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَحَاطَ حَائِطًا عَلَى الْأَرْضِ فَهُوَ لَهُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা কেহ কেহ বলেন, দেওয়াল ঘেরা দিলে সে উহার মালিক হইবে । আর কাহারও মতে ‘দেওয়ালঘেরা' অর্থ এখানে দেওয়াল দ্বারা ছাগল-গরুর বাথান বা শস্য শুকানোর জন্য খলা করাকেই বুঝাইয়াছে। আরবে উহার জন্য তখন দেওয়াল ঘেরার নিয়ম ছিল। মোটকথা, যমীনকে কাজে লাগাইয়াছে; শুধু দেওয়াল দিয়া চিহ্নিত করা নহে।
