মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৯২
১৫. প্রথম অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
২৯৯২। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, হযরত সা'ব ইবনে জাসসামা (রাঃ) বলিয়াছেন, আমি রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, আল্লাহ্ ও তাঁহার রাসূল ব্যতীত চারণভূমি রক্ষিত করার অধিকার কাহারও নাই। – বোখারী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ الصَّعْبَ بْنَ جَثَّامَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا حِمَى إِلَّا لِلَّهِ وَرَسُولِهِ» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
জাহেলিয়াত যুগে বড় লোকেরা চারণভূমিসমূহ তাহাদের পশুর জন্য রক্ষিত (রিজার্ভ) করিয়া রাখিত, যাহাতে সাধারণের কষ্ট হইত। ইসলাম ইহা রহিত করিয়া দেয়। আল্লাহ্ ও রাসূল ব্যতীত'—অর্থাৎ, সরকার ব্যতীত। সরকার ইহা সাধারণের পশুর অথবা সরকারী পশুর জন্য করিতে পারেন। হুযুর জেহাদের উট, ঘোড়া ও যাকাতে প্রাপ্ত পশুর জন্য মদীনার কিছু চারণভূমি 'রক্ষিত করিয়াছিলেন। কাহারও মতে 'আল্লাহ্ ও রাসূল ব্যতীত' অর্থ, আল্লাহ্ ও রাসূলের অর্থাৎ, সরকারের আদেশ ব্যতীত।
