মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৮৭
১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি
২৯৮৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ শ্রমিককে তাহার পারিশ্রমিক তাহার ঘাম শুকাইবার পূর্বেই আদায় করিয়া দিবে। — ইবনে মাজাহ্ (হাসান সনদের সাথে। আবু ইয়ালা হযরত আবু হুরায়রা হইতে, তাবারানী জাবের হইতে এবং হাকীম তিরমিযী আনাস হইতে ইহা বর্ণনা করিয়াছেন।)
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «أعْطوا الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ» . رَوَاهُ ابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
ইহাতেও বুঝা গেল যে, ইসলাম শ্রমিকদের স্বার্থের প্রতি কতখানি খেয়াল রাখে।
