মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৮৮
১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি
২৯৮৮। ইমাম হুসাইন ইবনে আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যাজ্ঞাকারীর হক রহিয়াছে, যদিও সে ঘোড়ায় চড়িয়া আসে। – আহমদ ও আবু দাউদ; আর মাসাবীহতে মুরসালরূপে ।
وَعَنِ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «لِلسَّائِلِ حَقٌّ وَإِنْ جَاءَ عَلَى فَرَسٍ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَفِي المصابيح: مُرْسل

হাদীসের ব্যাখ্যা:

'যদিও ঘোড়ায় চড়িয়া আসে' –– অর্থাৎ, বাহ্যদৃষ্টিতে যদিও তাহাকে সচ্ছল দেখায়। ভিতরে সে দেনাদার বা অভাবী হইতে পারে। কিন্তু ইমাম আহমদ হাদীসটিকে বেআসল বলিয়াছেন। (আশেঅ্যা) অধ্যায়ের সঙ্গে হাদীসটির সম্পর্ক নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান