মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৮৬
১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি
২৯৮৬। তাবেয়ী খারেজা ইবনে সালত তাঁহার চাচা (সাহাবী) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, একবার আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট হইতে রওয়ানা করিলাম এবং একটি আরব গোত্রের নিকট পৌঁছিলাম। তাহারা বলিল, আমরা সংবাদ পাইয়াছি, আপনারা এই ব্যক্তির (রাসূলুল্লাহ্) নিকট হইতে কল্যাণ (কোরআন) লইয়া আসিতেছেন। আপনাদের নিকট কি কোন ঔষধ বা মন্ত্র আছে? আমাদের নিকট বন্ধনে আব্দ্ধ একটি পাগল আছে। আমরা বলিলাম, হ্যাঁ, আছে। তাহারা বন্ধন সহকারে পাগলটাকে লইয়া আসিল। আমি তিন দিন যাবৎ সকাল-বৈকাল তাহার উপর এইরূপে সূরা ফাতেহা পড়িলাম, আমি আমার থুথু একত্র করিয়া তাহার উপর থুকিতাম। তিনি বলেন, ইহাতে সে যেন হঠাৎ বন্ধন হইতে মুক্ত হইয়া গেল। অতঃপর তাহারা আমাকে কিছু পারিশ্রমিক দিল। আমি বলিলাম, না (ইহা আমি খাইব না), যাবৎ না আমি নবী করীম (ﷺ)-কে জিজ্ঞাসা করি। (অতঃপর আমি তাঁহাকে জিজ্ঞাসা করিলাম।) তিনি বলিলেন, খাও! আমার জীবনের শপথ, অবশ্য যে ব্যক্তি বাতেল মন্ত্র দ্বারা খায় (সে খায় বাতেল পন্থায়), আর তুমি খাইতেছ সত্য মন্ত্র দ্বারা। আহমদ ও আবু দাউদ
الْفَصْل الثَّانِي
عَنْ خَارِجَةَ بْنِ الصَّلْتِ عَنْ عَمِّهِ قَالَ: أَقْبَلْنَا مِنْ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْنَا عَلَى حَيٍّ مِنَ الْعَرَبِ فَقَالُوا: إِنَّا أُنْبِئْنَا أَنَّكُمْ قَدْ جِئْتُمْ مِنْ عِنْدِ هَذَا الرَّجُلِ بِخَيْرٍ فَهَلْ عِنْدَكُمْ مِنْ دَوَاءٍ أَوْ رُقْيَةٍ؟ فَإِنَّ عِنْدَنَا مَعْتُوهًا فِي الْقُيُود فَقُلْنَا: نعم فجاؤوا بِمَعْتُوهٍ فِي الْقُيُودِ فَقَرَأْتُ عَلَيْهِ بِفَاتِحَةِ الْكِتَابِ ثَلَاثَةَ أَيَّامٍ غُدْوَةً وَعَشِيَّةً أَجْمَعُ بُزَاقِي ثُمَّ أَتْفُلُ قَالَ: فَكَأَنَّمَا أُنْشِطَ مِنْ عِقَالٍ فَأَعْطَوْنِي جُعْلًا فَقُلْتُ: لَا حَتَّى أَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «كُلْ فَلَعَمْرِي لَمَنْ أَكَلَ بِرُقْيَةِ بَاطِلٍ لَقَدْ أَكَلْتَ بِرُقْيَةِ حَقٍّ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
নিজের জীবনের শপথ করা ইহা নবী করীম (ﷺ)-এর বিশেষত্ব ছিল। কোরআনে তাঁহার জীবনের শপথ করা হইয়াছে। অন্যথায় আল্লাহর নাম ছাড়া কাহারো নামের শপথ করা জায়েয নহে।
