মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৭১
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১২. তৃতীয় অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৭১। হযরত ওসমান ইবনে আফফান (রাঃ) বলেন, যখন যমীনে সীমানা চিহ্নিত হয় তখন উহাতে শোফা নাই। কূপ ও নর খেজুর গাছেও শোফা নাই। — মালেক
كتاب البيوع
الْفَصْل الثَّالِث
عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: إِذَا وَقَعَتِ الْحُدُودُ فِي الْأَرْضِ فَلَا شُفْعَةَ فِيهَا. وَلَا شُفْعَةَ فِي بِئْرٍ وَلَا فَحل النّخل. رَوَاهُ مَالك

হাদীসের ব্যাখ্যা:

'কূপ ও নর খেজুর গাছে' – অর্থাৎ, যাহা ভাগ করিয়া পৃথকভাবে ব্যবহার করা যায়। না তাহাতে। ইমাম শাফেয়ী (রঃ) ইহারই অনুসরণ করেন।
কিন্তু আমাদের হানাফী মাযহাব মতে যাহা ভাগ করা যায় না তাহাতেও শোফা রহিয়াছে। কেননা, ২৮৩৯ নং হাদীসে বলা হইয়াছে, প্রত্যেক জিনিসেই শোফা রহিয়াছে, তবে আমাদের মাযহাব মতেও গাছে পৃথকভাবে শোফা নাই। কেননা, উহা যমীনের শামিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান