মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৭০
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৭০। হযরত আব্দুল্লাহ্ ইবনে হুবাইশ ([রাঃ] বিশুদ্ধ হুবশী) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে বরই গাছ কাটিয়াছে তাহাকে আল্লাহ্ মাথা নীচু করিয়া দোযখে ফেলিবেন। —আবু দাউদ ইহা বর্ণনা করিয়া বলেন যে, হাদীসটি সংক্ষিপ্ত। ইহার মর্ম হইল, যে ব্যক্তি অন্যায়ভাবে তাহার কোন ফায়দা ব্যতীত মাঠের বরই গাছ কাটিয়াছে, যাহার নীচে মুসাফির ও পশুআদি আশ্রয় লয়, আল্লাহ্ তাহার মাথাকে নীচু করিয়া দোযখে ফেলিবেন।
وَعَن عبد الله بن جحش قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَطَعَ سِدْرَةً صَوَّبَ اللَّهُ رَأْسَهُ فِي النَّارِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ: هَذَا الْحَدِيثُ مُخْتَصَرٌ يَعْنِي: مَنْ قَطَعَ سِدْرَةً فِي فَلَاةٍ يَسْتَظِلُّ بِهَا ابْنُ السَّبِيلِ وَالْبَهَائِمُ غَشْمًا وَظُلْمًا بِغَيْرِ حَقٍّ يَكُونُ لَهُ فِيهَا صَوَّبَ الله رَأسه فِي النَّار
হাদীসের ব্যাখ্যা:
বরই গাছের কথা উদাহরণস্বরূপ বলা হইয়াছে। যে কোন ছায়াদার গাছের একই হুকুম।
