মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৬৯
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬৯। তিনি বলিয়াছেন, হাদীসটি তাবেয়ী ইবনে আবু মুলাইকা হইতে মুরসাল রূপে বর্ণিত হইয়াছে। আর ইহাই বিশুদ্ধতর কথা।
وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا وَهُوَ أصح
